• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইক্যুইটি ম্যানেজমেন্ট তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৪:৪৯ পিএম
ইক্যুইটি ম্যানেজমেন্ট তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ঢাকা: মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করা অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট নিয়ে অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মাহমুদুল হক সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

তিন সদস্যের তদন্ত কমিটিতে আছেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হক, উপ পরিচালক মো: রফিকুন্নবি ও সহকারী পরিচালক মোহাম্মদ আবু হেনা মোস্তফা। এ কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্তের আদেশে বলা হয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি থেকে বিনিয়োগে কোন অনিয়ম হয়েছে কিনা, বিনিয়োগ থেকে স্বার্থের সংঘর্ষ হয়েছে কিনা, ব্যাংক হিসাব যাচাই, পরিচালন ব্যয় যাচাই, মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করেছে কিনা, ট্রাস্টি ও কাস্টডিয়ানের ভূমিকা নিয়ে প্রতিবেদন নিয়ে জমা দেবে তদন্ত কমিটি।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!