• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিল চীন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৮:০২ পিএম
বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিল চীন

ঢাকা: চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে যাচ্ছে বাংলাদেশি পণ্য। সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের অফিস এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ফলে এখন থেকে বাংলাদেশ থেকে কোনও পণ্য চীনে রপ্তানি করলে কোনও ধরনের শুল্ক দেওয়া লাগবে না।

চল‌তি বছরের ১ ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজারের এই সুবিধা দেবে চীন। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ চীনা দূতাবাস এক বিবৃ‌তিতে এ তথ্য জা‌নিয়েছে।

চীনা দূতাবাস জানায়, গত ৫ সে‌প্টেম্বর প্রেসি‌ডেন্ট শি জিন‌পিং চীন-আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত (এলডিসি) দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দি‌য়ে‌ছেন। আগামী ১ ডি‌সেম্বর ২০২৪-এ বাংলা‌দেশ ও চী‌নের কূট‌নৈ‌তিক সম্প‌র্ক স্থাপ‌নের দিন থে‌কে বাংলা‌দেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পা‌বে।

বাংলাদেশ ছাড়াও আফ্রিকার ৩৩টি দেশসহ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত এলডিসিভুক্ত দেশগুলো চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে চীনই প্রথম এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য-শুল্ক ব্যবস্থাপনা শুধুমাত্র কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হ‌বে। কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যে মূল শুল্ক হারের অধীন হবে।

২০২২ সালে চীন ৯৮ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসহ ৩৮৩টি নতুন পণ্য ছিল। এর আগে ২০২০ সালে ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্য এই সুবিধা পেতো।

এসএস

Wordbridge School
Link copied!