• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
শেয়ার কারসাজি

সাকিব-হিরুসহ সাত ব্যক্তি প্রতিষ্ঠানকে ১৬৩ কোটি টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০২:৪৮ পিএম
সাকিব-হিরুসহ সাত ব্যক্তি প্রতিষ্ঠানকে ১৬৩ কোটি টাকা জরিমানা

ঢাকা: ক্রিকেটার সাকিব আল হাসান ও মো. আবুল খায়ের হিরুসহ সাত ব্যক্তি প্রতিষ্ঠানকে ১৬৩ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় তাদের এ জরিমানা করা হয়। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯২৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর শুভেচ্ছা দূত থেকে সাকিব আল হাসানকে বাদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসান ছাড়াও ইসহাল কমিউনিকেশনকে ৭৫ লাখ টাকা, আবুল খায়েরকে ২৫ লাখ টাকা, আবুল কালাম মাতবরকে ১০ লাখ টাকা, মোনার্ক মার্টকে ১ লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!