• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ইতিহাসে রেকর্ড, সোনার ভরি ১ লাখ ৩৫ হাজার টাকারও বেশি


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৮:২৫ পিএম
ইতিহাসে রেকর্ড, সোনার ভরি ১ লাখ ৩৫ হাজার টাকারও বেশি

ঢাকা: ইতিহাসের রেকর্ড সৃষ্টি করে বাংলাদেশে এক লাখ ৩৫ হাজার টাকা ছাড়ালো স্বর্ণের ভরি। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর নতুন ঘোষণায় এ রেকর্ড সৃষ্টি হলো। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা।যা এতদিন ছিল ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা।

আগামীকাল বুধবার থেকে নতুন দাম কর্যকর হবে। 

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯১ হাজার ৩৮ টাকায় বিক্রি করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!