• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

৯ কার্যদিবসে অস্বাভাবিক ৩৫.৮৭ শতাংশ বেড়েছে রহিম টেক্সটাইলের শেয়ারদর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১১:৪৯ এএম
৯ কার্যদিবসে অস্বাভাবিক ৩৫.৮৭ শতাংশ বেড়েছে রহিম টেক্সটাইলের শেয়ারদর

ঢাকা: ভালো কোম্পানির শেয়ারে যেখানে চাহিদা কম সেখানে খারাপ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক চাহিদা বাড়ছে। মাত্র ৯ কার্যদিবসে শেয়ারবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেডের ৩৫.৮৭ শতাংশ শেয়ার দর বাড়া কারসাজিকারীদের কাজ বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা।

এদিকে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ারবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তপক্ষ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৪ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিকে নোটিশ পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ছে।

গত ২৭ আগস্ট কোম্পানির শেয়ারের দাম ছিল ১১৮.২০ টাকায। আর ২৪ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৬০.৬০ টাকা। ফলে এই ৯ কার্যদিবসে কোম্পানির শেয়ারের দাম ৪২.৪০ টাকা বা ৩৫.৮৭ শতাংশ বেড়েছে।

এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।
এম

Wordbridge School
Link copied!