• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ ঘোষণা, হতাশায় বিনিয়োগকারীরা


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৩:০৯ পিএম
মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ ঘোষণা, হতাশায় বিনিয়োগকারীরা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের কারখানার উৎপাদন আগামী ১ বছরের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে হতাশায় কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীরা। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ভবন সংস্কার ও মেশিনারীজ পরিবর্তনের কারণে এক বছর কোম্পানিটির উৎপাদন কাযক্রম বন্ধ থাকবে।

তবে দীর্ঘদিন বন্ধ থাকলে বিনিয়োগকারী কোন লভ্যাংশ পাবেনা এজন্য দুশ্চিন্তায় তারা। এমনিতে শেয়ারবাজারে নানান সমস্যা তার মধ্যে হঠাৎ কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যাওয়া বড় শঙ্কার কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া, কোম্পানিটির জন্য নতুন মেশিনারীজ কেনা হচ্ছে। যা পুরাতনগুলোর জায়গায় স্থলাভিষিক্ত করা হবে। এছাড়া কারখানার ভবন সংস্কার করা হবে। এরপরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হবে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!