• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না ইসলামী ব্যাংক


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৩:২৩ পিএম
অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না ইসলামী ব্যাংক

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৫ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ০৯ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের শেয়ারদর ছিল ৩৯ টাকা ২০ পয়সা। আজ ২৫ সেপ্টেম্বর লেনদেন শেষে তা দাঁড়ায় ৭০ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ ১২ কার্যদিবসে ব্যাংকটির শেয়ারদ্র বেড়েছে ৩১ টাকা ২০ পয়সা বা প্রায় ৮০ শতাংশ।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!