• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১

রহিমা ফুডের শেয়ারে অনিয়ম নিয়ে তদন্ত কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:২৩ পিএম
রহিমা ফুডের শেয়ারে অনিয়ম নিয়ে তদন্ত কমিটি গঠন

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুডের শেয়ার সংখ্যা নিয়ে অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

৩ সদস্যের কমিটিতে রয়েছেন- বিএসইসির উপ-পরিচালক জনাব জিয়াউর রহমান, ডিএসইর ম্যানেজার মো: রকিবুল ইসলাম ও সিডিবিএল এর এজিএম কাজী মিনহাজ উদ্দিন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির কার্যপরিধি নিম্নরুপঃ

১. সিডিবিএল এর তথ্য, ডিপিএ-৬ এর তথ্য ও শেয়ার রেজিস্টারে রক্ষিত তথ্যের সাথে দাখিলকৃত তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়।

২. কোম্পানির মোট ইস্যুকৃত শেয়ারের সাথে RT-14 ও শেয়ার রেজিস্টার এর তথ্য যাচাই-বাছাই এবংকোম্পানির পরিশোধিত মূলধন, আরজেএসসি – তে দাখিলকৃত প্রতিবেদন এবং সিডিবিএল -এর প্রকৃততথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়।

৩. কোম্পানি কর্তৃক রক্ষিত সাসপেন্স বিও একাউন্ট এর হিসাব যাচাই-বাছাই।

৪. পরিচালনা পর্ষদে মৃত ব্যক্তি/স্পন্সর ও অন্যান্য বোর্ড সদস্য কর্তৃক ধারণকৃত শেয়ারের বর্তমান অবস্থা।

৫. বিভিন্ন বিনিয়োগকারী কর্তৃক অভিযোগসমূহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার বিষয়ে মতামত।

৬. কোম্পানির কর্তৃক অতিরিক্ত/জাল/ভূয়া শেয়ার ডিমেট করার বিষয়ে বিস্তারিত বিবরণ।

৭. অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!