• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

স্বর্ণের দাম এবার কমলো


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৮:১৭ পিএম
স্বর্ণের দাম এবার কমলো

ঢাকা: পরপর তিন দফায় বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলো। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা ক‌মি‌য়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা। যা আগে এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।  

শ‌নিবার (২৮ সেপ্টেম্বর) বাজুস-এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার থেকে নতুন এ দাম কার্য কর হবে। 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত ২১ সেপ্টেম্বর ৩ হাজার ১৫০ টাকা, ২৪ সেপ্টেম্বর ২ হাজার ৬১৩ টাকা এবং ২৫ সেপ্টেম্বর ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করে বাজুস। 

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১ হাজার ১৯৬ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ১২ হাজার ৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২ হাজার ২৮৬ টাকায় বিক্রি করা হবে।

আইএ 

Wordbridge School
Link copied!