• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিএসইর নতুন চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২, ২০২৪, ০৪:৫৯ পিএম
সিএসইর নতুন চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান

ঢাকা: দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একেএম হাবিবুর রহমান। সিএসইর পরিচালনা পর্ষদ হাবিবুর রহমানকে এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩ অনুযায়ী এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে।

বুধবার (০২ অক্টোবর) এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকগণ এবং শেয়ারহোল্ডার পরিচালকগণ অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত করেন।

হাবিবুর রহমান সিএসই চেয়ারম্যান হিসেবে আসিফ ইব্রাহিমের স্থলাভিষিক্ত হলেন।

চলতি বছরের আগস্ট মাসে সকল স্বতন্ত্র পরিচালকের পদত্যাগের পর সিএসইতে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!