• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

ব্যাংক খাতে আস্থা সংকটে নগদ টাকা তোলার প্রবণতা বাড়ছে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৪, ১২:৪৪ পিএম
ব্যাংক খাতে আস্থা সংকটে নগদ টাকা তোলার প্রবণতা বাড়ছে

ঢাকা : দীর্ঘদিন চরম আস্থা সংকটে রয়েছে দেশের ব্যাংক খাত। ফলে আমানতকারীরা নগদ বা ক্যাশ টাকা তুলে নিচ্ছে। এতে একদিকে ব্যাংকে তারল্য কমছে অন্যদিকে মানুষের হাতে বাড়ছে নগদ টাকার প্রবাহ।

গত ৯ মাস ধরে মানুষের হাতে নগদ টাকা বা ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। সবশেষ চলতি বছরের জুলাই মাসেও ব্যাংকের বাইরে থাকা মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়েছে ১ হাজার ১৯৩ কোটি টাকা। আর গত ৯ মাসে (নভেম্বর-জুলাই) মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়েছে ৪৫ হাজার ৬৮৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গেল জুলাই মাস শেষে মানুষের হাতে নগদ টাকা বা ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৬৩০ কোটি ৪ লাখ টাকা। আর আগের মাস জুন শেষে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৯০ হাজার ৪৩৬ কোটি ৫ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ বেড়েছে ১ হাজার ১৯৩ কোটি ৯ লাখ টাকা।

২০২৩ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ধারাবাহিক কমছিল ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ। কিন্তু নভেম্বর থেকে আবার বাড়তে শুরু করে। যেটা চলতি বছরের জুলাই পর্যন্ত অব্যাহত আছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবরে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৪৫ হাজার ৯৪৩ কোটি টাকা। পরের মাস নভেম্বরে সেটা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৪৮ হাজার ৪৪১ কোটি টাকা, ডিসেম্বরে ২ লাখ ৫৪ হাজার ৮৬০ কোটি, জানুয়ারিতে ২ লাখ ৫৭ হাজার ২৯৫ কোটি, ফেব্রুয়ারিতে ২ লাখ ৫৭ হাজার ৫৭৪ কোটি।

এছাড়াও মার্চে ২ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি, এপ্রিলে বেড়ে দাঁড়ায় ২ লাখ ৭০ হাজার ৬৫৮ কোটি, মে মাসে ২ লাখ ৭০ হাজার ৬৫৮ কোটি, জুনে ২ লাখ ৯০ হাজার ৪৩৬ কোটি এবং সর্বশেষ জুলাইয়ে বেড়ে দাঁড়ায় ২ লাখ ৯১ হাজার ৬৩০ কোটি টাকা। অর্থাৎ নয় মাসে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ টাকা ধারাবাহিক বেড়েছে ৪৫ হাজার ৬৮৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মে মাসে ব্যাংক খাতে ছাপানো টাকার স্থিতি (রিজার্ভ মানি) ছিল ৩ লাখ ৬০ হাজার ৭৫১ কোটি টাকা। জুনে রিজার্ভ মানির পরিমাণ বেড়ে হয়েছিল ৪ লাখ ১৩ হাজার ৬৪৪ কোটি টাকা। আর পরের মাস জুলাই শেষে রিজার্ভ মানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩১৭ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে রিজার্ভ মানির পরিমাণ কমেছে ২৪ হাজার ৩২৭ কোটি টাকা।

এমটিআই

Wordbridge School
Link copied!