• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিনিয়োগকারীদের বিক্ষোভকে কেন্দ্র করে বিএসইসিতে নিরাপত্তা প্রত‍্যাহার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৪, ০৪:৪০ পিএম
বিনিয়োগকারীদের বিক্ষোভকে কেন্দ্র করে বিএসইসিতে নিরাপত্তা প্রত‍্যাহার

ঢাকা: বিনিয়োগকারীদের বিক্ষোভকে কেন্দ্র করে রোববার (০৬ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে বিনিয়োগকারীদের কর্মসূচি না থাকায় মঙ্গলবার সেই নিরাপত্তা প্রত‍্যাহার করে নেওয়া হয়েছে।

রোববার (০৬ অক্টোবর) বিএসইসিতে পুলিশ, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও আজ মঙ্গলবার এসব বাহিনীর কোনো সদস্য নেই।

এদিকে গত বৃহস্পতিবার বিএসইসি চেয়ারম্যানের পদত‍্যাগের দাবিতে বিনিয়োগকারীরা ওইদিন নিয়ন্ত্রক সংস্থাটির মূল ফটকে তালাবদ্ধ করে দেয়। 

একইদিন তারা বিএসইসি চেয়ারম্যানকে পদত্যাগে গত শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। অন‍্যথায় লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছিল।

যার আলোকে রোববার বিএসইসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে বিনিয়োগকারীদের বিএসইসির সামনে কোন কর্মসূচি না থাকায়, মঙ্গলবার নিরাপত্তা ব‍্যবস্থা তুলে নেওয়া হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!