Menu
ঢাকা: এনআরবি ব্যাংক পিএলসির ১১টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে উইন্ডোগুলোর উদ্বোধন করেন।
ঢাকার প্রিন্সিপাল, উত্তরা এবং ধানমন্ডি শাখা ইসলামিক ব্যাংকিং উইন্ডো, সিলেটের প্রধান শাখা ও মেডিক্যাল রোড শাখা ইসলামিক ব্যাংকিং উইন্ডো, চট্টগ্রাম প্রধান ও ও.আর নিজাম রোড শাখা ইসলামিক ব্যাংকিং উইন্ডো, কুমিল্লা, বরিশাল, মৌলভিবাজার এবং নোয়াখালীর পাল্লাবাজার শাখা ইসলামিক ব্যাংকিং উইন্ডোসহ মোট ১১ টি উইন্ডোর উদ্বোধন করা হয়।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচলক মো: সাকির আমিন চৌধুরী, মো: শাহীন হাওলাদার ও মো: আলী আকবর ফরাজী সহ উল্লিখিত শাখা ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT