• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেয়ারবাজারে ৪ মাসের মধ্যে রেকর্ড পতনে সূচক


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২০, ২০২৪, ০৩:২৫ পিএম
শেয়ারবাজারে ৪ মাসের মধ্যে রেকর্ড পতনে সূচক

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যপক পতনে সপ্তাহ শুরু করলো। চার মাসের মাঝে সর্বনিম্ন অবস্থানে প্রধান সূচক ‘ডিএসইএক্স’। কমেছে ৩৪৮ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে ডিএসই। তবে গতদিনের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে।অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩৪ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৬২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৭ টির, কমেছে ৩৪৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের বাজারদর।

এছাড়াও, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭১ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৯ পয়েন্টে।

সিএসইতে ২৩০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬ টির দর বেড়েছে, কমেছে ১৮১ টির এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটের সূচক ‘ডিএসএমইএক্স’ ৪৭ দশমিক ০২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৬৬ পয়েন্টে।

ডিএসই এসএমই প্লাটফর্মে এদিন ১৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ০৬ টির দর বেড়েছে, কমেছে ১৩ টির। এসএমইতে আজ ৩ কোটি ২৫ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!