• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

বিএসআরএমে বেশি মুনাফা করে কম লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২৩, ২০২৪, ০৪:১৭ পিএম
বিএসআরএমে বেশি মুনাফা করে কম লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) শাস্তির আওতায় আসছে। শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে বা মুনাফায় রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

বিএসআরএম লিমিটেডের ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ১৪.৪৮ টাকা হিসাবে ৪৩২ কোটি ৩৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩৫ শতাংশ হিসেবে ১০৪ কোটি ৫০ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ২৪.১৭ শতাংশ। মুনাফার বাকি ৩২৭ কোটি ৮৩ লাখ টাকা বা ৭৫.৮৩ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৩২ কোটি ৭৮ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে বিএসআরএম লিমিটেডকে।

এ কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে ৪৮ শতাংশ মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ৯.৭৬ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে ১৪.৪৮ টাকা। যাতে আগের বছরের ২৫ শতাংশ লভ্যাংশকে ২০২৩-২৪ অর্থবছরে বাড়িয়ে ৩৫ শতাংশ ঘোষণা করা হয়েছে।

আগের অর্থবছরে এ কোম্পানিটির শেয়ারপ্রতি ৯.৭৬ টাকা করে ২৯১ কোটি ৩৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই বছর ২৫ শতাংশ হারে শেয়ারপ্রতি ২.৫০ টাকা করে মোট ৭৪ কোটি ৬৫ লাখ টাকার লভ্যাংশ দেয়। যা ছিল নিট মুনাফার ২৫.৬২ শতাংশ।

উল্লেখ্য, বিএসআরএম লিমিটেডের বর্তমানে ২৯৮ কোটি ৫৯ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫২.৮৮ শতাংশ। মঙ্গলবার (২২ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৮২.২০ টাকায়।

আইএ

Wordbridge School
Link copied!