• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

অক্টোবরে শেয়ারবাজার ছেড়েছে সাড়ে ৬ হাজার বিনিয়োগকারী


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২৪, ২০২৪, ০৫:২১ পিএম
অক্টোবরে শেয়ারবাজার ছেড়েছে সাড়ে ৬ হাজার বিনিয়োগকারী

ঢাকা: দেশের শেয়ারবাজারে অস্থিরতার কারণে চলতি মাসের ১৪ কার্যদিবসে পুঁজিবাজার ছেড়েছে সাড়ে ৬ হাজার বিনিয়োগকারী। এসব বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে তাদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শূন‌্য করে ফেলেছেন।

বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল সূত্রে এ তথ‌্য জানা গেছে।

পুঁজিবাজারে লেনদেন করতে হলে যেকোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে বিও হিসাব খুলে শেয়ার কেনাবেচা করতে হয়। তাই বিও হিসাবের সংখ্যা দিয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বোঝা যায়।

সিডিবিএলের হিসাবে, গত ৩০ সেপ্টেম্বর শেয়ারশূন্য বিও হিসাব ছিল ৩ লাখ ১৮ হাজার ৪১৪টি। গত মঙ্গলবার (২২ অক্টোবর) তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯২০টিতে। অর্থাৎ ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মাত্র ১৪ কার্যদিবসে সাড়ে ৬ হাজারের বেশি বিও হিসাব থেকে সব শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে।

বাজারে এখন শেয়ারসহ বিও হিসাবের সংখ্যাও কমে গেছে। সিডিবিএলের হিসাবে, গত ৩০ সেপ্টেম্বর শেয়ার আছে, এমন বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৯০ হাজার ৩৫৫। গত মঙ্গলবার দিন শেষে এ সংখ্যা কমে হয়েছে ১২ লাখ ৮৫ হাজার ৯০৬।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!