• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আজও বিএসইসি চেয়ারম্যানের পদত‍্যাগ দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৪, ০৫:২২ পিএম
আজও বিএসইসি চেয়ারম্যানের পদত‍্যাগ দাবিতে মানববন্ধন

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে কয়েকদিন ধরে মানববন্ধন করছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারীরা।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এরপরে দুপুর ২টায় বাংলাদেশ ব‍্যাংকের সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীদের আরেকটি দল। বাংলাদেশ ক‍্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব‍্যানারে এই বিক্ষোভ করা হয়। সেখানেও মাকসুদকে অযোগ্য দাবি করা হয়। একইসঙ্গে তার অপসারণ দাবি করা হয়।

এআর

Wordbridge School
Link copied!