• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হিলি স্থলবন্দরের গুদামে পঁচছে পেঁয়াজ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা


ছামিউল ইসলাম আরিফ, হিলি অক্টোবর ২৯, ২০২৪, ০৮:৩৮ পিএম
হিলি স্থলবন্দরের গুদামে পঁচছে পেঁয়াজ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

দিনাজপুর: টানা কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে দিনাজপুরের হিলিতে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পঁচে নষ্ট হচ্ছে। বাছাই করা কিছু পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও, বেশির ভাগ পেঁয়াজ ফেলেই দিতে হচ্ছে। এতে করে ক্ষতির মুখে পড়তে হচ্ছে পেঁয়াজ ব্যবসায়ীদের। এই বিষয়ে ভারতীয় ট্রাক চালক ও হেলপারকে দায়ী করছেন আমদানিকারকরা। তারা বলছেন, বৃষ্টির মধ্যে ত্রিপল ঠিকমতো না দেওয়াতে পেঁয়াজগুলো ভিজে গেছে সেই কারনে পচন ধরছে। প্রায় ৭০০শ বস্তা থেকে ১০০শ বস্তা নিতে পারছেন বাকিগুলো সব ফেলে দিতে হচ্ছে।

দেশের দ্বিতীয় বন্দর হচ্ছেন দিনাজপুরের হিলি স্থলবন্দর। এই বন্দরে প্রতিদিন কাচাঁপণ্য বিক্রি হয় কয়েক কোটি টাকার। এই বন্দর দিয়ে বিশেষ করে কাচাঁপণ্য পেয়াঁজ, কাচাঁমরিচ, আদা রসুনসহ আমদানি হয়ে থাকে। তবে সব থেকে বেশি আমদানি হয় পেঁয়াজ। প্রতিদিন ভারত থেকে গড়ে পেঁয়াজ আমদানি হয় ২০ থেকে ২৫ ট্রাক। তারপরেও কমছে না পেঁয়াজের দাম।

সোমবার হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকা। অথচ হিলি বন্দরের গুদামে পঁচছে পেঁয়াজ। সেই পেয়াজঁগুলো নারীরা বাছাইয়ের কাজ করছেন। প্রায় ১৮ জন নারী মিলে চলছে বাছাইয়ের কাজ। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাছাইয়ের কাজ করেন। দিনে পান ২০০ থেকে ২২০ টাকা। সেই টাকা দিয়ে চলে তাদের সংসার। 

পেঁয়াজ বাছাই করা কয়েকজন নারী বলেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গুদামে পেঁয়াজ বাছাইয়ের কাজ করি এতে করে আমরা ২০০ থেকে ২২০ টাকা পাই, তা দিয়ে আমাদের সংসার চলে।

ফারুক নামের এক পেঁয়াজ পাইকার বলেন, আমি আজকে হিলি বাজারে এসেছি পেঁয়াজ কিনতে। কিন্তু প্রতিটা গুদামেই পচাঁ পেঁয়াজ দেখা যাচ্ছে। কি করবো এই পঁচা পেঁয়াজগুলোই ৯ বস্তা নিলাম। প্রতি বস্তুা ৩০০ থেকে ৩৫০ টাকা করে। ভালো পেঁয়াজগুলো ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে কিনলাম।

আমদানিকারকরা বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে পঁচতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। চলছে বাছাইয়ের কাজ। ভালো পেঁয়াজগুলো আলাদা করা হচ্ছে বিক্রির জন্য, আর পঁচাগুলো ফেলে দেয়া হচ্ছে। এতে করে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। তারা বলছেন, বৃষ্টির মধ্যে ত্রিপল ঠিকমতো না দেওয়াতে পেঁয়াজগুলো ভিজে গেছে, সেই কারনে পচন ধরছে।

হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে ৮ থেকে ১০ দিন সময় লাগে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারনে পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে ভিজে যাওয়ার ফলে পেঁয়াজগুলো পঁচে নষ্ট হচ্ছে। বেছে বেছে ভালো পেঁয়াজগুলো নেওয়া হচ্ছে আর পঁচাগুলো ফেলে দেয়া হচ্ছে। এতে করে আমদানিকারকরা ক্ষতিগুস্ত হচ্ছে।

প্রসঙ্গত, হিলি স্থলবন্দর দিয়ে ১৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ভারত থেকে ২০৯টি ট্রাকে ছয় হাজার ১৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।  

এসএস
 

Wordbridge School
Link copied!