• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানায় উৎপাদন শুরু


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ৩১, ২০২৪, ০৪:০২ পিএম
গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানায় উৎপাদন শুরু

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু করেছে। রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত এ কারখানাটিতে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ অক্টোবর গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানাটি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। 

ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটি জানায়, আজ ৩১ অক্টোবর থেকে কিছু ইউনিটে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এ কার্যক্রমের সঙ্গে গ্যাস সরবরাহের সংযুক্তি নেই।

কোম্পানিটি আরও জানায়, কারখানা সাময়িক বন্ধ রাখার ঘোষণায় যেসব শ্রমিক, স্টাফ চাকরি ছেড়েছে; তাদের শ্রম আইন অনুযায়ী সকল বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!