ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০২৪ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় বড় লোকসানে পড়েছে। লোকসানের পরিমাণ কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে কয়েকগুণ বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির ২০২৪ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪০.৯৬) টাকা। এ হিসাবে ১৬৫ কোটি ৮৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৬৭৯ কোটি ৪২ লাখ টাকা।
এর আগে ২০২৩ সালের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ২৩.০৭ টাকা করে মোট ৩৮২ কোটি ৬৭ লাখ টাকার লোকসান হয়েছিল।
২০২১ সাল থেকে লোকসানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স। যে লোকসানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে (৭৪.২৫) টাকা। অর্থাৎ কোম্পানিটি অবসায়নে শেয়ারহোল্ডাররা কোন কিছুই পাবেন না।
এসএস