• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

অস্বাভাবিক দর বাড়ছে মেঘনা পেটের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৪, ০৩:২৭ পিএম
অস্বাভাবিক দর বাড়ছে মেঘনা পেটের

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেটের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, মেঘনা পেটের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। 

ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, মেঘনা পেটের গত ২৮ অক্টোবর শেয়ার দর ছিল ২১.৭ টাকায়। যা ৫ নভেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩০.৪ টাকায়। অর্থাৎ ৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৮.৭ টাকা বা ৪০ শতাংশ।

এএইচ/এসএস

Wordbridge School
Link copied!