• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শুল্ক ছাড়াই ভারত থেকে আসছে সাড়ে ১২ হাজার টন চাল 


হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৪, ০৬:৩২ পিএম
শুল্ক ছাড়াই ভারত থেকে আসছে সাড়ে ১২ হাজার টন চাল 

দিনাজপুর : দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে বিনা শুল্কে ১২ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসবে এসব চাল।

যেহেতু কোনো ধরনের শুল্ক ছাড়াই আমদানি হচ্ছে। এতে চালের দাম কেজিতে ৭ থেকে ৮ টাকা কমে আসবে। আমদানি করা চালের কেজি ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে থাকতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

রোববার (১০ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে চাল আমদানির এই অনুমতি বা আইপি দেওয়া হয়। পরবর্তীতে আরও চাল আমদানির অনুমতি দেওয়া হতে পারে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ৬২ দশমিক ৫ ভাগ শুল্ক আরোপ থাকায় চাল আমদানি এতদিন বন্ধ ছিল। সেইসঙ্গে চাল আমদানির অনুমতিও ছিল না। সম্প্রতি দেশে চালের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠলে আমদানিতে শুল্ক কমিয়ে দেয় সরকার। প্রথম দফায় ২০ অক্টোবর শুল্ক কমিয়ে ২৫ ভাগ করে। তবুও চাল আমদানি না হলে সর্বশেষ ৩১ অক্টোবর চাল আমদানিতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করে নেয় সরকার। 

তিনি বলেন, এরপর থেকেই চাল আমদানির প্রস্তুতি নিতে শুরু করেন আমদানিকারকরা। বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ নিতে আবেদন নেয় খাদ্য মন্ত্রণালয়। আমদানিকারকরা আবেদন করলে গত ৬ নভেম্বর ৩৩ হাজার টন চাল আমদানির বরাদ্দ দেওয়া হয়। এছাড়া আশপাশের জেলার অনেক আমদানিকারক বরাদ্দ পায় যারা কিনা হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি করেন। বরাদ্দ পেয়ে আমদানির অনুমতি (আইপি) চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন আমদানিকারকরা।

ইতিমধ্যেই ভারতে চাল লোডিং শুরু হয়েছে জানিয়ে আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ১০ জনকে সাড়ে ১২ হাজার টন চাল আমদানির অনুমতি বা আইপি দেওয়া হয়েছে। আইপির কপি হাতে পেলেই আগামী দুয়েকদিনের মধ্যেই এলসি খোলা শেষ হবে। এতে মঙ্গলবার বা বুধবার থেকে চাল আমদানি শুরু হতে পারে। এই চাল আমদানি শুরু হলে দেশের বাজারে চালের দামের ওপর প্রভাব পড়বে। যেহেতু কোনো ধরনের শুল্ক ছাড়াই আমদানি হচ্ছে চাল এতে কেজিতে ৭ থেকে ৮ টাকার মত চালের দাম কমে আসবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ ২০২৩ সালের ৩০ মার্চ চাল আমদানি হয়েছিল। এরপর থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। আজ হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানির জন্য ১০টি প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এখন আমদানিকারকরা এলসি খুলে চাল আমদানি করতে পারবেন। চাল আমদানি হলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষা করে দ্রুত ছাড় দেওয়া হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!