দিনাজপুর: প্রায় ২০ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স এন মোহাম্মদ নামক সিএন্ডএফ প্রতিষ্ঠানের মাধ্যমে মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠান ভারত থেকে চাল আমদানি করেছেন।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১২ টার সময় হিলি বন্দর দিয়ে দুই ট্রাকে ৯০ টন চাল আমদানি হয়।
আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয়। ফলে দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে আজকে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানি হলে দেশের চাহিদা মিটবে সেই সাথে চালের দামটা নিয়ন্ত্রণে আসবে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ উপসহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরে ২২ জন আমদানিকারক ৩৩ হাজার মেট্রিকটন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
এর আগে একই দিন সকালে প্রথম কর্ম দিবসে নয়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, নভেম্বরে কোনো দুর্যোগ না হলে আমনের ফলন ভালো হবে। চালের ক্ষেত্রে আমরা বেসরকারি খাতকে ফ্যাসিলিটেট করছি। সরকারিভাবেও আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। তা শিপমেন্টের পর্যায়ে আছে।
এসএস
আপনার মতামত লিখুন :