• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

৩.৭১ কোটি টাকা ঘাটতি: সাবভ্যালী সিকিউরিটিজের লেনদেন স্থগিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৪, ০৩:৫৩ পিএম
৩.৭১ কোটি টাকা ঘাটতি: সাবভ্যালী সিকিউরিটিজের লেনদেন স্থগিত

ঢাকা: সাবভ্যালী সিকিউরিটিজ লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় লেনদেন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বৃহস্পতিবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর  হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর রুলস অনুসারে যেকোনো সিকিউরিটিজ-এর সমন্বিত গ্রাহক হিসাবে কমপক্ষে এক লাখ টাকা থাকতে হবে। বর্তমানে সাবভ্যালী সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি রয়েছে ৩ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৪০১ টাকা।

এছাড়াও কমিশনের রুলস অনুসারে প্রতিষ্ঠানটির সামগ্রিক ঋণের অনুপাতেও ঘাটতি রয়েছে। যা কমিশনের আইনের পরিপন্থী।

ডিএসই’র নির্দেশনা অনুসারে, সিকিউরিটিজ হাউজটির সমন্বিত গ্রাহক হিসাবে  কমপক্ষে এক লাখ টাকা ও সামগ্রিক ঋণের অনুপাত ১:২০ না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত থাকবে।

এআর

Wordbridge School
Link copied!