Menu
ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দুই বিভাগে মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ অর্জন করেছে। মাস্টার কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য ‘এক্সিলেন্স ইন প্রিপেইড কার্ড (ডমেস্টিক)’ এবং মাস্টার কার্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাথে কো-ব্রান্ডেড স্মার্ট পার্কিং কার্ড চালুর মাধ্যমে নতুন সেবা উদ্ভাবনের জন্য ‘এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ পুরস্কার অর্জন করেছে।
শনিবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড কর্তৃক ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছ থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে মাস্টারকার্ডের এদেশীয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT