ঢাকা: পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস (ট্রেক নম্বর- ৭৯) পিএফআই সিকিউরিটিজের স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (নিবন্ধন সনদ) নবায়ন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৮ নভেম্বর) পিএফআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. বজলুর রহমান স্বাক্ষরিত সনদ নবায়ন স্থগিত সংক্রান্ত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ফলে বিপাকে পরেছেন ব্রোকারেজ হাউজটির বিও হিসাবধারী বিনিয়োগকারীরা।
রোববার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির নিবন্ধনের মেয়াদ শেষ হবার কারণে প্রতিষ্ঠানটি নিবন্ধন সনদ নবায়ন করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আবেদন জানালেও তা গ্রহণ করেনি বিএসইসি। সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) প্রতিষ্ঠানটির ২৮ কোটি ১৮ লাখ টাকা ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
এএইচ/এসএস