• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৌদির বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংকের উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২৪, ০৬:০৭ পিএম
সৌদির বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংকের উদ্যোগ

ঢাকা: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেছেন, শীগ্রই ভিসা পেলে আমরা সৌদি আরব যাবো। সেখানে ইসলামি ব্যাংকে আল রাজি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ আগের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করবো। তাদের বিনিয়োগ আবারও ফিরিয়ে আনতে আমাদের ব্যাংক থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

ব্যাংকটির চেয়ারম্যান বলেন, আগামী জানুয়ারির মধ্যে বেসরকারি খাতের ইসলামি ব্যাংকের এস আলমের ফ্রিজ করা শেয়ার বিক্রি করা হবে।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, এস আলমের শেয়ার বিক্রির জন্য শীগ্রই আদালতে মামলা করা হবে। এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এস আলমের মালিকানার মধ্য থেকে ১০ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে।

এএইচ/এসএস

Wordbridge School
Link copied!