ঢাকা: সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস মডার্ণ সিকিউরিটিজ এবং আনোয়ার সিকিউরিটিজকে অর্থদণ্ড দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মডার্ণ সিকিউরিটিজকে এক লাখ টাকা এবং আনোয়ার সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। প্রতিষ্ঠানগুলোর সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে কমিশনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এএইচ/এসএস