• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

মূলধনের ২৬ গুণ বেশি পূঞ্জীভুত লোকসানে হোটেল ইন্টার কন্টিনেন্টাল


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২০, ২০২৪, ০৮:১৬ পিএম
মূলধনের ২৬ গুণ বেশি পূঞ্জীভুত লোকসানে হোটেল ইন্টার কন্টিনেন্টাল

ঢাকা: পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালের মূল প্রতিষ্ঠান রাষ্ট্র মালিকানাধীন বিডি সার্ভিসেস লিমিটেড বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। ধারাবাহিক লোকসানের কারণে কোম্পানির পূঞ্জীভুত লোকসান তহবিল পরিশোধিত মূলধনের চেয়েও প্রায় ২৬ গুণ বড় হয়েছে। 

তারকা হোটেলটির মাধ্যমে ব্যবসা পরিচালনা করা কোম্পানিটির লোকসানের চাকা এখনো থামাতে পারছে না কর্তৃপক্ষ। যেখানে পাঁচতারকা মানের দেশের অন্যান্য হোটেলগুলো বড় পরিসরে মুনাফা লুফে নিচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে, বর্তমানে কোম্পানিটির পূঞ্জিভুত লোকসান রয়েছে ২ হাজার ৫৩৭ কোটি ৬৯ লাখ টাকা। যেখানে কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমান ৯৭ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির পূঞ্জিভুত লোকসান তহবিল পরিশোধিত মূলধনের চেয়েও ২৫ দশমিক ৯৫ গুণ বড়। 

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, অতিতের ধারাবাহিকতায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) বড় লোকসান করেছে বিডি সার্ভিসেস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান করেছে ৩ টাকা ৬ পয়সা। গত বছরের একই সময়ে এ লোকসান হয়েছিলো ২ টাকা ৩ পয়সা। অথাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১ টাকা ৩ পয়সা বা ৫১ শতাংশ। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৫ টাকা ২০ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের ব্যবসায়ও কোম্পানিটি বড় লোকসান করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৮ টাকা ৩ পয়সা। আগের বছরে এ লোকসান হয়েছিল ৮ টাকা ৭৭ পয়সা। লোকসানের কারণে কোম্পানিটি ২০১৪ সালের পর আর কোন লভ্যাংশের ঘোষণা দেয়নি। সর্বশেষ ২০২৩-২৪ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিডি সার্ভিসেস এর অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। আর ৯৭ কোটি ৭৯ লাখ পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানি শেয়ার রয়েছে ৯ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৯১৩টি। এরমধ্যে ৯৯ দশমিক ৬৮ শতাংশই রয়েছে সরকারের হাতে। বাকি শেয়ারের মধ্যে দশমিক ১৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও দশমিক ১৩ শতাংশ সাধারন বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে শেয়ারটির কোন লেনদেন হয়নি। ফলে দরেও কোন হেরফের হয়নি। দীর্ঘবছর ধরে কোম্পানিটির শেয়ার ৫ টাকা ২০ পয়সায় স্থির রয়েছে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!