Menu
ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল ও ড. নাহিদ হোসেনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া আরেক অতিরিক্ত সচিবকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে নতুন করে তিন অতিরিক্ত সচিবকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা থেকে বুধবার (২০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যাংকিং অনুবিভাগের অতিরিক্ত সচিব বদরে মুনিম ফেরদৌসকে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ হাসান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক মো. আহসান কবীর এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট নিবন্ধক মো. দাউদ মিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এএইচ/এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT