• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

জাগো কর্পোরেশনের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৪, ০৪:০৩ পিএম
জাগো কর্পোরেশনের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: জাগো কর্পোরেশন পিএলসি’র ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বোর্ড সভায় সভাপতিত্ব করেন জাগো কর্পোরেশন পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। আরও উপস্থিত ছিলেন- ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মেদ রাশেদুল ইসলাম, ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর এ.কে.এম হারুনুর রশিদ, পরিচালক কামরুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি আতিকুল ইসলাম, চীফ ফিনান্সিয়াল অফিসার রনজিৎ চন্দ্র মজুমদার প্রমুখ।

সভায় জাগো কর্পোরেশনের বেশ কয়েকজন শেয়ার হোল্ডার অংশগ্রহণ করেন। এছাড়া ভার্চুয়ালি অনেকে যুক্ত হন। সভায় আগামী সময়ে দেশের সর্বস্তরের মানুষকে স্বল্পমূল্যে বিশুদ্ধ পানি পানের সুযোগের জন্য জাগো কর্পোরেশনের ‘ওএসএমও’ পানির ফিল্টারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

এসময় কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, বর্তমান বাজারে যেসকল পানির ফিল্টার বা ওয়াটার পিউরিফায়ার আছে, সেগুলোর বেশিরভাগই উচ্চমূল্য। যে কারনে সব শ্রেণি পেশার মানুষ এই ওয়াটার পিউরিফায়ারগুলো কেনার সুযোগ পায় না। কিন্তু জাগো কর্পোরেশনের ওয়াটার পিউরিফায়ারগুলো আমরা স্বল্পমূল্যে দেয়ার চেষ্টা করছি। তবে দাম কম হলেও, এই ওয়াটার পিউরিফায়ারের মানের দিক থেকে কোন আপোষ করা হবে না। ওএসএমও ওয়াটার পিউরিফায়ারের মানের বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেয়া হবে।

তিনি বলেন, ওএসএমও ওয়াটার পিউরিফায়ারে ‘আরও’ প্রযুক্তি মেমব্রেনের মাধ্যমে পানির অণুগুলোকে উচ্চ চাপে ঠেলে দিয়ে ক্ষতিকর পদার্থ যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, সল্টস এবং অন্যান্য কঠিন পদার্থ সরিয়ে ফেলে। এই ওয়াটার পিউরিফায়ার ব্যবহারের মাধ্যমে পানিবাহিত রোগগুলোতে আক্রান্তের হার কমবে।

সভায় শেয়ার হোল্ডাররা জাগো কর্পোরেশনের সফলতার জন্য বিভিন্ন মতামত তুলে ধরেন।

এসএস

Wordbridge School
Link copied!