ঢাকা: ব্যাংকারদের দাবির যৌক্তিকতা যাচাই-বাছাই এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এর মধ্যেই চলছে সরকারি ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) পদে সাক্ষাৎকার। চলতি নভেম্বর মাসে ২৫৮ কর্মকর্তার পদোন্নতি প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ ব্যাংকাররা। তাদের দাবি চাপানো নীতি বাতিলের পর পদোন্নতি দিলে যোগ্যরা বঞ্চিত হবে না।
পদোন্নতির জন্য ব্যাংকিং ডিপ্লোমার দুই পার্টে পাশের বাধ্যবাধকতা, দুই বছর মেয়াদি পেশাগত মাস্টার্স কোর্স সম্পন্ন, গবেষণা ও জার্নালে নিবন্ধন প্রকাশনা নিয়ে সরকারি ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। এমনকি এসব নিয়মের বেড়াজালে পরবর্তীতে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার শঙ্কাও সৃষ্টি হয়েছে। সেজন্য পদোন্নতি সংক্রান্ত চাপানো বাস্তবতা বিবর্জিত নীতিমালা বাতিল চেয়ে ব্যাংকারদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে।
সম্প্রতি জিএম পদে ভাইভা দেওয়া এক ডিজিএম নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি নভেম্বরে সাক্ষাৎকার শেষে জিএম পদে পদোন্নতিতে জারিকৃত বিদ্যমান নীতিমালা বাস্তবায়িত হলে অনেক যোগ্য, অভিজ্ঞ ও ত্যাগী কর্মকর্তা পদোন্নতি পাবেন না। আবার পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা, পেশাগত ডিগ্রি অর্জন ও পুস্তক প্রকাশনাসহ নতুন শর্ত অর্জন করতে গেলে ব্যাংকিং কার্যক্রম বাধাহগ্রস্ত হবে। আবার এসব না করলে পদোন্নতি পাওয়া যাবে না। এতে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
অপর এক পদোন্নতি প্রত্যাশী ব্যাংক কর্মকর্তা বলেন, শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠিকে সুবিধা দেওয়ার জন্য আইবিবির কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব আত্মঘাতী সিদ্ধান্ত নেন। তবে ব্যাংকিং ডিপ্লোমা একটি বৈষম্যমূলক নীতি। কেননা, ব্যাংকাররা দেশে-বিদেশে প্রশিক্ষণ নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন। তাঁদের ওপর ডিপ্লোমা পাস বাধ্যতামূলক করার বিষয়টি প্রশ্নবিদ্ধ। জারি করা নীতিমালার ফলে ব্যাংকের অনেক কর্মকর্তাদের মেধা, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার মূল্যায়ন লঙ্ঘিত হচ্ছে। যা সার্বিকভাবে ব্যাংকিং খাতে সংকট সৃষ্টি করবে।
তবে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) মহাসচিব লাইলা বিলকিস আরা বলেন, ‘ব্যাংকিং ডিপ্লোমা বাস্তবতার আলোকে করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে সিলেবাসও পরবিবর্তন করা হয়েছে। এমনকি পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে। সেজন্য পাশের হার বেড়ছে। এটা নিয়ে প্রশ্ন তোলা সমিচীন নয়।’
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে জানা গেছে, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) থেকে জিএম পদে পদোন্নতির জন্য ২৫৮ জনের প্যানেল চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ৪ নভেম্বর থেকে পদোন্নতির জন্য সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। যা আগামী ২৭ নভেম্বর শেষ হবে।
জিএম পদে সাক্ষাৎকার দেওয়া অপর এক ব্যাংকার জানান, পদোন্নতির জন্য ব্যাংকিং ডিপ্লোমার দুই পার্টে পাশের বাধ্যবাধকতা, দুই বছর মেয়াদি পেশাগত মাস্টার্স কোর্স সম্পন্ন, গবেষণা ও জার্নালে নিবন্ধন প্রকাশনা সংক্রান্ত নীতিমালার কারণে পেশাগত জ্যেষ্ঠতা ও দক্ষতা এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত হবেন অনেক ব্যাংক কর্মকর্তা।
এছাড়া বাস্তবতা বিবর্জিত বিদ্যমান এই নীতিমালার মাধ্যমে জিএম পদে পদোন্নতি হলে সাক্ষাৎকার প্রার্থীদের মধ্যে একটি বড় অংশ বৈষম্যমূলক অবিচারের শিকার হবেন। অবিলম্বে বিতর্কিত নীতিমালা সংশোধন কিংবা বাতিল করতে হবে। বিতর্কিত নীতিমালা চাপিয়ে দেওয়ার পরিবর্তে জেষ্ঠতা, শিক্ষাগত যোগ্যতা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং কর্মকালীন সময়ের গোয়েন্দা প্রতিবেদন বিবেচনায় পদোন্নতি দিতে হবে।
জানা যায়, ২০২২ সালের ২১ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা বা সিনিয়র অফিসারের পরের পদে পদোন্নতিতে আইবিবির দুই পর্বের ব্যাংকিং ডিপ্লোমা পাস বাধ্যতামূলক করা হয়। আইবিবি তাদের সিদ্ধান্তের বিষয়টি ২০২৩ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে পাঠায়। এরপর কেন্দ্রীয় ব্যাংক ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি নির্দেশনা দেয়, ব্যাংকের চাকরিতে জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা সমতুল্য পদের ওপরে যে কোনো পদে পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্বেই পাস বাধ্যবাধকতা আরোপ করতে হবে। তবে একটি পদন্নোতি ডিপ্লোমা ছাড়াই সম্ভব হবে। কিন্তু তিনি সুযোগ পেলেও ডিপ্লোমার নম্বর থেকে বঞ্চিত হবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গণমাধ্যমকে বলেন, ‘ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক নীতিমালা এখনো বহাল রয়েছে। তবে ব্যাংকারদের পক্ষ থেকে নীতিমালাকে চাপানো আখ্যায়িত করে বাতিল চেয়ে গভর্নর বরাবর চিঠি দেওয়া হয়েছে। তাদের দাবি যাচাই-বাছাই এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২০২৩ সালের ৩ জানুয়ারি সরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও জিএম পদে পদোন্নতি নীতিমালায় ব্যাংকিং ডিপ্লোমা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) চাকরিরত ব্যাংকারদের জন্য দুই বছর মেয়াদি পেশাগত মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) ডিগ্রির বিধি-বিধান যুক্ত করেছে। পদোন্নতির এ নতুন নীতিমালায় পেশাগত ডিগ্রির জন্য নির্দিষ্ট পরিমাণ নম্বর রাখা হয়েছে।
এসআই