• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৪, ০৪:৫০ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর) হাইব্রিড প্লাটফর্মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্টের পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ও ব্যাংকের পরিচালক মো: সানাউল্লাহ সাহিদ।

 

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোছা: নাজমিন নাহার সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত সম্মেলনে আলোচকরা ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগে ঝুঁকি ব্যবস্থাপনা, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম।

 

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এম. আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪০টি শাখা ও ৪টি উপশাখার ব্যবস্থাপকসহ সকল পর্যায়ের মোট ৯ (নয়) শতাধিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এসএস

Wordbridge School
Link copied!