Menu
ঢাকা: নতুন টাকার ডিজাইন পরিবর্তন করছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি।
সোমবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। এ বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এই কমিটির সভাপতি। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন।
নতুন ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। এসব নোটে নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। এরই মধ্যে নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ৪টি নোটের ডিজাইন পরিবর্তন হচ্ছে। এরপর ধাপে ধাপে বাকি নোটগুলোর ডিজাইনও পরিবর্তন করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, “নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি, আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা।”
এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT