• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

কানাডা থেকে পদত্যাগপত্র পাঠালেন এবি ব্যাংকের এমডি


নিজস্ব প্রতিবেদক:  ডিসেম্বর ৮, ২০২৪, ০৬:৫২ পিএম
কানাডা থেকে পদত্যাগপত্র পাঠালেন এবি ব্যাংকের এমডি

ঢাকা: বেসরকারি খাতের এবি ব্যাংকের এমডি তারিক আফজাল কানাডা থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (৮ ডিসেম্বর) ইমেইলে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে তার পদত্যাগপত্রের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীর্ঘ ছুটি শেষে আজ আফজালের যোগদান করার কথা ছিলো। যোগদান না করে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে শারীরিক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন।

তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হন।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!