ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেনকে বিতর্কিতভাবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে ডিএসইর পর্ষদ থেকে নাহিদ হোসেন পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
ডিএসইর এক পরিচালক বলেন, নাহিদ হোসেন ডিএসইর পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। যা শেয়ারবাজারের জন্য ইতিবাচক দিক। এছাড়া ডিএসইর ট্রেকহোল্ডারদের মধ্যেও একটা স্বস্তিদায়ক খবর। কারন তার নিয়োগ নিয়েই ডিএসইর ট্রেকহোল্ডারদের আপত্তি ছিল। তারপরেও বিএসইসি তাদের সিদ্ধান্ত ডিএসইর উপর চাপিয়ে দিয়েছিল।
বিএসইসির বর্তমান কমিশন নাহিদের মধ্যে ভালো কিছু দেখতে পেলেও অন্তর্বর্তীকালীন সরকার তাকে শাস্তির আওতায় এনেছে। প্রাথমিক ধাপে তাকে ওএসডি করা হয়েছে।
গত ২০ নভেম্বর ডক্টর নাহিদ হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা থেকে বুধবার (২০ নভেম্বর) ওএসডি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এএইচ/এসএস