• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

রাইট শেয়ার ইস্যু করবে বার্জার পেইন্টস


নিজস্ব প্রতিবেদক:  ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:২৭ পিএম
রাইট শেয়ার ইস্যু করবে বার্জার পেইন্টস

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। যা শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১৭টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চায়। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ১১১০ টাকা করে (প্রিমিয়াম ১১০০ টাকা) করে ইস্যু করতে চায়।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ৩য় কারখানার প্রকল্পে ব্যবহার করতে চায় বার্জার পেইন্টস। এলক্ষ্যে আগামি ২৫ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) এর তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ইজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডার নির্বাচনে ২ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!