• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০-১২ টাকা


হিলি (দিনাজপুর) প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:১০ পিএম
হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০-১২ টাকা

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১২ টাকা। সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজের দাম কমায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে হিলি বাজারে গিয়ে দেখা গেছে এমন চিত্র। 

পেঁয়াজ বিক্রেতা মইনুল ইসলাম বলেন, বর্তমানে দেশের বাজারে দেশীয় পেঁয়াজ উঠতে শুরু করেছে তাই সরবরাহ বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১২ টাকা। সপ্তাহ আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৬০ থেকে ৬৫ টাকা, সেই পেঁয়াজ এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা দরে।

বন্দরের পাইকারি ক্রেতা রাজিব হোসেন বলেন, এদিকে হিলি বন্দরের পাইকারি বাজারে গত বৃহস্পতিবারে ইন্দুর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫২ থেকে ৫৫ টাকা দরে। আর নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ৬৩ থেকে ৬৫ টাকা কেজি দরে।

হিলি বাজারে মাবুদ নামের এক যুবক বলেন, আজকে বাজারে এসে দেখি ভারতীয় পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। আজকে কিনলাম ৫৫ টাকা কেজি দরে। কয়েকদিন আগে কিনেছিলাম ৭০ টাকা কেজি দরে। ৫০ টাকার নিচে হলে আমাদের জন্য ভালো হতো। 

এসএস

Wordbridge School
Link copied!