• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আয়ের হিসেবে গরমিল জেমিনি সী ফুডের


নিজস্ব প্রতিবেদক:  ডিসেম্বর ১৮, ২০২৪, ০৩:৪৫ পিএম
আয়ের হিসেবে গরমিল জেমিনি সী ফুডের

ঢাকা: আয়-ব্যয়ের হিসাবে মিথ্যা তথ্য দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেড। কোম্পানিটির আয় হিসাবে গরমিল তথ্য পেয়েছে নিরীক্ষক।

কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছে, কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে ৬৫ কোটি ৫৪ লাখ টাকার আয় বা পণ্য বিক্রি দেখিয়েছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ যে পরিমাণ ভ্যাট দিয়েছে, তার সঙ্গে বিক্রির হিসাবে মিলছে না, গরমিল দেখা দিয়েছে। এর কারন হিসেবে নিরীক্ষককে ডলার রেট এর ভগ্নাংশকে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। তবে নিরীক্ষককে তা নিশ্চিত হতে পারেননি।

জানা যায়, শেয়ার কারসাজির এ কোম্পানিটির চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৩০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল মুনাফা ০.৬২ টাকা।

উল্লেখ্য, ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ১০ কোটি ৬৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের জেমিনি সী ফুডের শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) মালিকানা ৬৯.৯৯ শতাংশ।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!