• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমেরিকার টেরা পার্টনার্স


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৯, ২০২৪, ১১:৩২ এএম
পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমেরিকার টেরা পার্টনার্স

ঢাকা: বাংলাদেশের শেয়ারবাজারে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়াতে অনুসন্ধান করছে টেরা পার্টনার্স ইউএসএ। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজার পরিবেশ দেখে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা, সিএফএ।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন টেরা পার্টনার্স ইউএসএ এর প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা। 

এসময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, সিটি ব্যাংক ব্রোকারেজ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আফনান ইউসুফ ও সিটি ব্যাংক ব্রোকারেজ এর রিচার্স ও ইনভেস্টমেন্ট হেড এ কে এম ফজলে রাব্বী।

সাক্ষাতে ভবিষ্যতে বাংলাদেশে কীভাবে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়ানো যেতে পারে, এসব বিষয় নিয়ে দু পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়াও, বাংলাদেশে সুন্দর বিনিয়োগ পরিবেশ আছে এবং এদেশের বিনিয়োগ ভবিষ্যত আরো সম্ভাবনাময় বলে টেরা পার্টনার্স ইউএসএ এর পক্ষ থেকে অভিমত প্রকাশ করা হয়।

উল্লেখ্য, টেরা পার্টনার্স ইউএসএ প্রায় ২০ (বিশ) বছর যাবৎ বাংলাদেশে বিনিয়োগ করে আসছে।

এএইচ/আইএ

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!