ঢাকা: মধুবাগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মধুবাগ উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মধুবাগে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা সাদিকুর রহমান আযহারী।
এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক শাখাপ্রধান ড. মোঃ আশরাফ আলী এবং ধন্যবাদ প্রদান করেন মধুবাগ উপশাখা ইনচার্জ মুহাম্মদ আনোয়ারুল কবির। অনুষ্ঠানে গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন, কাজী মোহাম্মদ দাউদ ও ফারুক আহমেদ ভুঁইয়া, সাংবাদিক মোঃ আবুল হোসেন চৌধুরী, সমাজসেবক আবদুল হাই সবুজ, নাজমুল হক মাসুম, খন্দকার রুহুল আমিন ও মোঃ ইউসুফ আলী মোল্লা এবং শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফেরদৌস আরা রাজ্জাকী। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা সাদিকুর রহমান আযহারী বলেন, ১৯৮৩ সালে কিছু নেক মানুষের হাত ধরে পথচলা শুরু হয় ইসলামী ব্যাংকের। বর্তমানে দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ২৭.০২ শতাংশ ইসলামী ব্যাংক সংরক্ষণ করছে।সুদ ভিত্তিক লেনদেনের ভয়াবহতার কথা বলতে গিয়ে, তিনি বলেন কোরআন ও হাদীসে সুদের ১০ টি ভয়াবহতার কথা এসেছে- ১. যে ব্যক্তি সুদ ভিত্তিক লেনদেন করে সে ব্যক্তি সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। কেয়ামতের দিন তাকে বলা হবে অস্ত্র ধর, আল্লাহর বিরুদ্ধে লড়াই কর। (তবারী)। ২. যে ব্যক্তি সুদ খাবে ২৪ ঘণ্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ডের প্রতিটি ইকো সেকেন্ডের প্রতিটি ন্যানো সেকেন্ডে আল্লাহর লানত পরতে থাকে। ৩. যে ব্যক্তি সুদ খায় সে ইয়াহুদীদের অনুসরণ করে (সূরা নিসা ১৬০,১৬১)। ৪. যে ব্যক্তি সুদ খায় সে অন্ধকারাচ্ছন্ন বর্বর লোকদেরকে অনুসরণ করে। (মুসলিম)। ৫. যে ব্যক্তি সুদ খায় দুনিয়া ও আখেরাতের জীবনে আল্লাহ তা’য়ালা তাকে রক্তের সাগরে হাবুডুবু খাওয়াবেন। ৬. যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তাআলা তাকে পাগল বানিয়ে দিবেন। ৭. যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত অপদস্ত করবেন। (সুরায়ে বাকারাহ- ২৭৬)। ৮. সুদ আজাবে ধ্বংস হওয়ার কারণ।(বুখারী ও মুসলিম)। ৯. সুদ জেনার চেয়েও ভয়াবহ অপরাধ। এবং ১০. সুদ আল্লাহর পক্ষ থেকে আজাব আশাকে আবশ্যক করে দেয়। (ইমাম মুঞ্জিরী)।
ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ৪২ বছরের পথচলায় ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে ২ কোটি ৪৫ লাখ গ্রাহক সরাসরি ইসলামী ব্যাংকে হিসাব পরিচালনা করছে। আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শাখায় প্রদত্ত সকল সেবা উপশাখাগুলোতেও প্রদান করা হয়। তিনি মধুবাগ এলাকার জনগোষ্ঠীর চাহিদা ও গুরুত্ব বিবেচনা করে ইসলামী ব্যাংকের গুণগত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।
এসএস