• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

এম এ কাদের গুলশান ক্লাবের সভাপতি নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২২, ২০২৪, ১০:১২ এএম
এম এ কাদের গুলশান ক্লাবের সভাপতি নির্বাচিত

ঢাকা:রাজধানী গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের (অনু)। আগামী এক বছর (২০২৪-২০২৫) তিনি এ দায়িত্ব পালন করবেন।

শনিবার গুলশান ক্লাবের ২০২৪-২৫ সালের বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫২৩ পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এম এ কাদের (অনু)। তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ার রশিদ পান ৩৮১ ভোট।

নির্বাচনে পরিচালক পদে মেহেদী হাসান ৯৫৮, মাহবুবুল হক সুফিয়ান ৯৪৬, খন্দকার আহসানুজ্জামান ৮৭২, নাফিসা তারান্নুম ৮৬৫, ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন ৮৬০, মেহজাবীন ভূঁইয়া ৮৫৫, মো. আরাফাতুর রহমান আপেল ৮৩৯, ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান ৮২২, নভেরা আয়েশা জামান ৭৮৪ এবং মেহেদী মালেক সজীব ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে গুলশান ক্লাব প্রতিষ্ঠিত হয়। পরে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে গুলশান ক্লাব লিমিটেড নামে নিবন্ধিত হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দারা এ ক্লাবের সদস্য।

এম

Wordbridge School
Link copied!