Menu
ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করা হয়েছে।
নিরীক্ষক জানিয়েছেন, আনলিমা ইয়ার্নের ২০২৪ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা।
এছাড়া কোম্পানিটির চলতি সম্পদের থেকে চলতি দায়ের পরিমাণ বেশি ৪ কোটি ৯৫ লাখ টাকা। এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
আনলিমা ইয়ার্নের শেয়ারহোল্ডারদের ২ লাখ ১৪ হাজার টাকার লভ্যাংশ পাওনা রয়েছে। কিন্তু নিরীক্ষক এ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পেয়েছেন ৫৩ হাজার টাকা।
উল্লেখ্য, ১৯৯৭ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আনলিমা ইয়ার্নের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭ কোটি ৮৭ লাখ টাকা। এরমধ্যে ৫৫.৫৭ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে।
এএইচ/আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT