ঢাকা: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং টিএমএসএস সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি সই করেছে। সম্প্রতি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য চুক্তিটির আওতায়, টিএমএসএস-এর সব কর্মীদের গ্রুপ বীমা কভারেজ প্রদান করবে সানলাইফ ইন্স্যুরেন্স। এই চুক্তিটি টিএমএসএস-এর কর্মীদের আর্থিক সুরক্ষা নিশিচত করতে ভূমিকা রাখবে।
সানলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিক আহমেদ এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা-বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও সানলাইফের চেয়ারম্যান ওয়াফী শফিক মিনহাজ খান, সানলাইফের কর্পোরেট বিজনেস প্রধান মাহমুদ আফসার এবং টিএমএসএস-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলামসহ উভয় সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসএস