সিলেট: সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের টিকেটের মূল্য এখন আকাশচুম্বী। পর্যটক বেড়ে যাওয়া ও ভাঙ্গাচোরা সিলেট-ঢাকা মহাসড়কের কারণে অভ্যন্তরীণ রুটের টিকেটের মূল্য হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। এ রুটে বর্তমানে বাংলাদেশ বিমান ছাড়াও বেসরকারি বিমান অপারেটর ইউএস-বাংলা ও নভোএয়ারের ফ্লাইট অপারেট হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, সিলেটে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ), এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লীগ), ওকাস-এর কনফারেন্স হয়েছে। ডিসেম্বর মাসে স্কুল কলেজ বন্ধ থাকে। শীত পড়ায় বিপুল সংখ্যক প্রবাসীও দেশে আসছেন। শীত পড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমনও বেড়েছে। সবমিলিয়ে এ রুটে হঠাৎ করে টিকেটের চাহিদা বেড়েছে। যার কারণে বেড়ে চলেছে টিকেটের দাম।
বিমানবন্দর সূত্র ও সিলেট-ঢাকা রুটে সোমবার (২৩ ডিসেম্বর) ইউএস-বাংলা ও নভোএয়ারের ৬টি ফ্লাইটের মূল্য পর্যালোচনায় দেখা গেছে, দুটি অপারেটরের ফ্লাইটে টিকেটের সর্বনিম্ন মূল্য সাত হাজার টাকা আর সর্বোচ্চ মূল্য সাড়ে ১১ হাজার টাকা। সকাল ৮টা ও রাত ৮টার ইউএস-বাংলার ফ্লাইটের টিকেট মূল্য হচ্ছে ১১ হাজার টাকা করে। একই অপারেটরের বিকাল সাড়ে ৫টার টিকেটের মূল্য হচ্ছে নয় হাজার টাকা। আর নভোএয়ারের টিকেটের মূল্য হচ্ছে সাত হাজার থেকে নয় হাজারের মধ্যে।
একইদিনে ঢাকা-সিলেট রুটে এ দুটি অপারেটরের টিকেট মূল্য হচ্ছে সর্বোচ্চ সাত হাজার টাকা ও সর্বোচ্চ সাড়ে ১১ হাজার টাকা। এ রুটে ইউএস- বাংলার ৪টি ফ্লাইটের সকাল সাড়ে ৮টা ও রাত ৮টা ৫০ মিনিটের টিকেট মূল্য সাড়ে ১১ হাজার টাকা, বেলা ১টা ৫০ এবং বিকেল সাড়ে ৫টার টিকেটের মূল্য হচ্ছে নয় হাজার টাকা। নভোএয়ারের সকাল সাড়ে ৮টার টিকেট মূল্য নয় হাজার টাকা, বিকাল ৫টা ৫০ মিনিটের টিকেট মূল্য আট হাজার টাকা আর রাত ৯টা ৫৫ মিনিটের টিকেট মূল্য হচ্ছে সাত হাজার টাকা। এদিন বিমান বাংলাদেশের বিমানের সর্বোচ্চ টিকেট মূল্য দেখাচ্ছে পাঁচ হাজার ৯৯৯ টাকা এবং পরদিন মঙ্গলবারের টিকেট মূল্য দেখাচ্ছে নয় হাজার ৯৯৯ টাকা।
সিলেটের বাসিন্দা ও আমেরিকা প্রবাসী জয়িতা জানান, গত ১৫ ডিসেম্বর ঢাকা-সিলেট রুটে ইউএস- বাংলার একটি ফ্লাইটের একটি টিকেট কিনেন সাড়ে ১১ হাজার টাকায়।
সিলেট সফররত ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের এর ডিরেক্টর (মিডিয়া) কে এম আবু তাহের চৌধুরী জানান, সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমান ভাড়া বৃদ্ধিতে তারা উদ্বিগ্ন। সিলেট থেকে ঢাকার বিমান টিকেটের যে মূল্য, এই মূল্য দিয়ে লন্ডন থেকে প্যারিসের রিটার্ন টিকেট কেনা যায়। তিনি এ রুটের বিমান ভাড়া কমানোর দাবি জানান। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবি জানান।
সিনিয়র সাংবাদিক হুমায়ুন রশীদ চৌধুরী জানান, গত শনিবার তিনি তার কন্যাকে নিয়ে একটি জরুরী কাজে ঢাকায় যেতে বিমান টিকেট খুঁজছিলেন। কিন্তু, টিকেটের উচ্চমূল্যের কারণে তিনি সড়কপথে ঢাকায় যান।
বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে ইউএস-বাংলা আর নভোএয়ারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, নাম প্রকাশ না করার শর্তে ইউএস-বাংলার জনৈক কর্মকর্তা জানান, আগে এ রুটে ইউএস-বাংলার ৫টি ফ্লাইট অপারেট হতো। বর্তমানে অপারেট হচ্ছে ৪টি ফ্লাইট। সিলেটে সম্প্রতি বেশ কয়েকটি ইভেন্ট হয়েছে। পাশাপাশি স্কুল কলেজ বন্ধ থাকা, প্রবাসী ফ্লো (প্রবাহ), শীত মৌসুম, সড়কপথে বেশী সময়ক্ষেপণ-এসব কারণে আকাশ পথে যাত্রীর চাহিদা বেড়েছে। ওই কর্মকর্তা জানান, বেশীরভাগ ফ্লাইটের টিকেটই সাড়ে ৫ হাজার টাকা মূল্যে বিক্রি হয়। একটি ফ্লাইটের ১০/১২টি টিকেট বেশী মূল্যে বিক্রি হয় বলে স্বীকার করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ(আটাব) সিলেট অঞ্চলের একজন দায়িত্বশীল জানান, ডোমেস্টিক রুটে বাংলাদেশ বিমানের টিকেটের মূল্য তুলনামূলক কম থাকলেও ইউএস-বাংলা ও নভোএয়ারের টিকেট মূল্য একটু বেশী। বিষয়টি তারা এয়ারলাইন্স কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানান তিনি।
পরিবহন শ্রমিকদের একটি সূত্র জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট-হবিগঞ্জ অংশে বেশ কিছু এলাকার রাস্তা ভাঙ্গাচোরা। যেকারণে সিলেট কিংবা ঢাকা থেকে ছেড়ে আসা বাস সময়মতো গন্তব্যে পৌঁছতে পারে না। এ কারণে অনেকে সময় বাঁচাতে ঝুঁকছেন বিমান টিকেটের প্রতি।
এসএস