ঢাকা: সোনালী ব্যাংকে একদিনেই বিভিন্ন পদে প্রায় ২২০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ব্যাংকটি সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি প্রদান করে।
জানা গেছে, একই পদে ৫ বছর বা তার বেশি সময় থাকা কর্মকর্তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের এ পদোন্নতির আদেশের খবর ছড়িয়ে পড়ার পর রাতে অগ্রণী ব্যাংকেও একই দাবিকে স্বোচ্চার হন কিছু কর্মকর্তা। এই ব্যাংকেও একই পদে যারা ৫ বছর বা তার বেশি সময় আছেন তাদের পদোন্নতির দাবি উঠেছে।
সোনালী ব্যাংকের সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কর্মকর্তা রয়েছেন। কিছুদিন আগে ব্যাংকটির মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতির পাশাপাশি কিছু নিয়মিত পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় এসব পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে ব্যাংকটির প্রায় ১২ শতাংশ কর্মকর্তা একসঙ্গে পদোন্নতি পেলেন।
এএইচ/এসএস