• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১8তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২৪, ০৮:০৭ পিএম
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১8তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: বারাকা গ্রুপের ২য় পাওয়ার প্ল্যান্ট বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা কোম্পানি সক্রেটোরি মোহাম্মদ রানার সঞ্চালনায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শেয়ারহোল্ডার, পরিচালনা র্পষদের উপস্থতিতিে হোটেল রয়েল র্মাক, সিলিট এবং অনলাইনে ভোটগ্রহণসহ সম্মলিতিভাবে হাইব্রডি সিস্টেমে অনুষ্ঠিত হয়। 

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল র্পব আরম্ভ করেন।

সম্মানিত চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১% বিনিয়োগ করছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫২.৬৭% বিনিয়োগ করছে। তিনি আরও উল্লখে করেন যে, ভবিষ্যতেও বারাকা পতঙ্গো পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

তিনি উল্লখে করেন যে, ২০২৩-২৪ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মলিতি ইপএিস ছলি ০.৩৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬.৫২ টাকা।

১৪ তম বার্ষিক সাধারণ সভায় ২% নগদ লভ্যাংশ অনুমোদনসহ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদতি হয়।

এআর

Wordbridge School
Link copied!