• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

এস আলমের ৯ কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার, তবে উৎপাদন বন্ধ 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০২৫, ০৭:১০ পিএম
এস আলমের ৯ কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার, তবে উৎপাদন বন্ধ 

ঢাকা: চট্টগ্রাম ভিত্তিক আলোচিত শিল্পগোষ্ঠী ‘এস আলম গ্রুপ’ এর কারখানাসহ নয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নোটিশ প্রত্যাহার করা হয়েছে। তবে কাঁচামাল সংকটের সুরাহা না হওয়ায় এসব প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন গ্রুপের কর্মকর্তারা।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনির্দিষ্টকাল বন্ধের নোটিশগুলো প্রত্যাহার করে নেয়া হয়।

এরপর বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে সব কারখানার ফটক খুলে দেয়া হয়েছে। সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা কারখানাগুলোতে প্রবেশ করেছেন বলে জানা গেছে।

কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল (এনোফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ এবং এস আলম স্টিল।

গত ২৪ নভেম্বর এসব কারখানা একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দিয়েছিল এস আলম গ্রুপ। কারখানাগুলোতে প্রায় ১৩ হাজার শ্রমিক-কর্মচারী আছেন।

জানতে চাইলে এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসাইন বলেন, ‘কারখানা বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা অব্যাহত আছে। কিন্তু শ্রমিক-কর্মচারীরা চান কারখানায় আসতে-যেতে। এজন্য তাদের দাবির মুখে আগের নোটিশ প্রত্যাহার করে কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে প্রোডাকশন বন্ধ থাকবে। কাঁচামাল না থাকায় উৎপাদনে যাবার কোনো সুযোগ নেই।’

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!