• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

 লুব-রেফ বাংলাদেশ লিমিটেড-এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২৫, ০৮:৩৫ পিএম
 লুব-রেফ বাংলাদেশ লিমিটেড-এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড-এর ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (IDEB) এর একটি অডিটোরিয়ামে হাইব্রিড পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় লুব-রেফের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সকল পরিচালকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এজিএম উপলক্ষে উক্ত সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

উক্ত সভায় কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং শেয়ার হোল্ডারগণ কর্তৃক সর্বাধিক ভোট প্রাপ্ত হয়ে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড থেকে লুব রেফ (বাংলাদেশ) পিএলসি হয়। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধির দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে সিনিয়র কর্মকর্তাবৃন্দ আশা ব্যক্ত করেন।

এজিএম-এ আর্থিক প্রতিবেদন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং নতুন পণ্যের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। শেয়ারহোল্ডাররা কোম্পানির বর্তমান নেতৃত্ব এবং কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য তাদের সমর্থন ব্যক্ত করেন।

লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি-এর এই নতুন নাম এবং কাঠামো কোম্পানির পেশাদারিত্ব, উন্নয়ন এবং বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

এসএস

Wordbridge School
Link copied!