• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯০তম সভা অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:২৬ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯০তম সভা অনুষ্ঠিত

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৮৯০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। 

সভায় বিশেষ আমন্ত্রণে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

আইএ

Wordbridge School
Link copied!